প্রপঞ্চ পথে
     এম এ সালাম
          ২৮-১১-১৯


হাঁটছো বোধহয় নিজ খেয়ালে-
     ভুলের ভেলায় চড়ে,
তুমি ক'দিন পরে বুঝবে সবই
    আপন করবে তোরে।


উর্ধ্বগামী সুখ দেখে তুমি-
    হেলায় ভাসিয়ে দিলে গা,
ক'দিন পরেই অক্কা পাবে রে
    সুখের হেত্মাবাস আছে যা।


প্রেমের সুবাস বহিতে থাকিবে-
    উঠবে রিকটার স্কেলে ভেসে,
আহলাদে আনন্দে মন ভরেছো
   ভ্রান্তিবাসে, মজা বুঝবে শেষে।


সুখ দেখে তুই মন ভরিলি-
    অচিন্তে মিটাবে বলে ক্ষুধা,
মনোগাঙে তরী ভাসবে কিনা
     মিটবে কিনা জীবন সুধা।


সুখ খুঁজে সুখ না পেয়ে’রে-
     ভুলে আসলি বেলার শেষে,
এই তরীতে যেতে পারবি কিনা
     চিনে,অচিনপুরের দেশে।