প্রশ্নবিদ্ধ মন (১৮৫৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৮-২০২২
=====================
শুনেছি চিতার আগুনের দহনে
মানুষ পুড়ে  হয়  ছাই,
কষ্টের আগুন জ্বলে যদি হৃদে
রিক্তের বাঁধন বাই বাই।


মানুষ পুড়ে যদি ছাই হয়ে যায়
তার কষ্ট যে থাকে না,
মনে যদি কেউ আগুন লাগায়
ঠান্ডা জলেও নিভে না।


আমায় এই প্রশ্নের সদুত্তর কেউ
সঠিক ভাবে পারিবে দিতে,
উত্তরের আশায় জীবন যৌবন
মরুভুমির মত কেল্লাফতে।


মন পোড়ার ভাষা খুঁজি নি কভু
শুধু কালির আঁচড়ে গাঁথা,
হয় নি কখনো প্রশ্নবিদ্ধ  উপমা
কবি ও খাটায় নি মাথা।


আমি ভাবি মৃত্যু আমাকে ছুঁইবে না
বোকার মত প্রশ্ন করে যাই,
সীমাহীন শ্রোতীনির শ্রোতে হারায়
পালহীন তরীর মতো ভেসে বেড়াই।


যে মানুষগুলো রাগ অনুরাগে কখনও
বেদনাকে আপন ভাবে না,
জমাট বাঁধা বুকের কষ্টের জলধারায়
তার দু,নয়ন ছুঁইবে না।


স্বপ্নহীন বিরহমনা চাতকীর মতন
আমি শুধু প্রশ্ন করে যাই,
দুরন্ত বলাকার মতো গগন খোঁজে
কুটির যাত্রার সন্ধ্যানে তাই।