মেয়ে তোর মুখের মিষ্টি কথায়-
     কেনো যেন মন মজে না,
তুই এক মিথ্যুক ভন্ড মেয়ে
শুধু মনের মাঝে প্রেমের ছলনা।


বহির সাজ তোর রঙিন বস্ত্রে-
     তোর মনের রঙটা কালো,
অন্যের সংসার ভেঙে চুরমার করে
     তুই নিজের ঘর কর আলো।


লজ্জায় চোখ মুখ ফিরে নিচ্ছো-
    তোর অন্তর বিষে ভরা,
হিংসুক, সর্প-রূপে ছোবল মারিস
     তোর বুদ্ধি অভিমান ধরা।


মজা লুটে হাতে তালি দেও-
    কেন থাকিস নীরব হয়ে?
সাধু সেজেছো তাই তোর ব্যথা
    থাকেও না স্মৃতির পাতায় জমে।


মনোজগত  সদা জিন্দা লাশে
      সাজাও আধার ভুবন,
নিজের স্বার্থের জন্য ঝগড়া করে
      হারাও জীবন যৌবন।