প্রযুক্তির সেকাল একাল
    এম,এ,সালাম
     ২৫-০৬-২১
™™™™™™™™™™™™™™™
আদি কালের মানুষের চাহিদা ছিল
সুন্দর নারী,বাড়ি ও গাড়ি,
বর্তমানেও সেই চাহিদার ধারাবাহিকতা
এখনো ছাড়তে নাহি পারি।


মানব সৃষ্টির সুচনালগ্নে হায়াত ছিল
অনেক শত সহস্র বছর,
সেই মানুষের হায়াতের দিকটা
গড়ে মাত্র ঊনষাট বছর।


চাহিদার পর চাহিদা পূরণে তার
ক্রমন্বয়ে বাড়ায় দিল গতি,
নতুন প্রযুক্তি ভালোর পাশাপাশি
তরুনদের হলো কিছু ক্ষতি?


অনেকে লেখাপড়ার পাশাপাশি
ফ্রিফায়ার খেলায় দেয় মন,
শয়তান তারে ধরতে পারে না
পিছে পিছে ছুটে সারাক্ষণ।


যুগের চাহিদা সব পাল্টে গেল
আদি যত সব আছে ধরন,
অনলাইনে লেখাপড়া করতে
তাতেই হলো আজ মরন।


বয়সের কারণে থাকে যে  তার
মনটা এলোমেলো,
দেখবে কি যে দেখল কি সে
সবকিছু পাল্টে গেল।


লেখা পড়ায় আর রাত্রি জাগে না
হাতে নিয়ে সে ফোন,
ভালো লাগে না কিছু শিক্ষার্থীর
পড়ায় বসে না  মন।


এই আধুনিক যুগে সব প্রযুক্তিতে
আছে ভালো মন্দ দুই দিক,
ভেবে দেখুন কোনটি করবেন?
পাঠক আপনি করুন ঠিক।