পুরনো এ্যালবাম থেকে
     এম,এ,সালাম
      ০৬-০৯-২০


হঠাৎ করে চোঁখ পড়িল
    পুরাণো ছবির এ্যালবামে,
কুসুমের ছবি নজরে আসাতে
    জুড়িয়ে  গেল মনপ্রাণ।


এ্যালবাম নয় যে ইতিহাস
     শুধু মনের অন্তরালে,
তোমার কথা ভাবি আমি
      সদা ভাবি এ বিরলে।


ছবির দিকে নজর দিতে
    কত কথা মনে পড়ে,
সব গুলো স্মৃতির পাতায়
    দোলায় বারে বারে।


ছেঁড়া খামে চিঠি পাঠিয়েছো
      সুন্দর রঙিন কাগজে,
ভাঁজে ভাঁজে বের হয়ে আসে
      অন্তরে ভালবাসা জাগে।


সেই নব্বই দশকের দিনগুলো
       কোথায় হারিয়ে গেল,
তোমার স্মৃতির পাতা হতে কুসুম
     একটু আলত করে বল।


এ্যালবামের ভাঁজে ছবিগুলো
        উঁকি দিয়ে কি যেন দেখে,
সেই প্রেমের স্মৃতি অন্তরে অন্তরে
        রেখাপাত করে থাকে।


তুমি হয়তো এখন দর্শননীয় নয়
       প্রবাসে মজে আছো,
মধুর মধুর স্মৃতি গুলো আজ
        পাতায় বদ্ধ করে রেখেছো।


এ্যালবাম হয়তো পুরাণ হয়েছে
        মন যে এখনো নবীন,
মনের এ্যালবামে ধরে রাখবো
        স্মৃতিময় জীবন সবই।