পুত্র বধুর জ্বালায়(ব্যঙ্গ)
     এম এ সালাম
      ২৫-০৭-১৯


পাশের বাড়ীর পুত্র বধু-
    সাবানা তার নাম,
কর্কষ ভাষায় কথা বলে
    গাঁ জুড়ে তার কুনাম।


শ্বাশুরী বলে এমন মেয়ে-
  আমি দেখিনি জীবনে,
কথায় কথায় ঝগড়া করে
    সে স্বামীকেও মারেন।


সারাদিন শুধু পডর পডর-
   খারাপ মুখের ভাষা,
শ্বাশুরী বলে এই মেয়ে দ্বারা
     সুখের নেইরে আশা।


পান থেকে চুনে গেলেই-
    ভাঙ্গে বাসন কোসন,
দূর্বল স্বামী এই মেয়েরে
    করতে পারে না শাসন।


পায়ে পায়ে দোষ ধরে-
    বড় কিংম্ভা ছোটোর,
পাশের বাসার আসমার সাথে
     করে পডর পডর।


পাশের বাড়ীর কেহ আসলে-
     ঘোম ফুলিয়া থাকেন,
কেহ কিছু জিজ্ঞাসা করিলে
     আজে বাজে বকেন।


স্বামীর সাথে কথা বলেন-
    মনে হয় তার ছেলে,
পাশের বাড়ীর সবাইকে নিয়ে
     কেনে যেন ব্যালে।


মতের বিরোধ হলে স্বামী-
   লাঠি,জুতাপেটা দেয়,
মা-বাবার কাছে ফোন দিয়ে
   সব নালিশের সুরে কয়।


সদা সর্বদা দমকায় সবারে-
   যদি উলটো কিছু বলে,
কাউকে কিছু না বলিয়া সে
     বাপের বাড়ী চলে।