পুতুল সম তনুটা
         এম,এ,সালাম
          ০৭-০৩-১৮


আজব কারিগরে বানিয়েছে পুতুল-
    চারিমাসে ডুকিয়ে দিয়েছে দম,
শ্বাস-প্রশ্বাসের খেলা খেলায় কত?
    দশমাস দশদিনে দেখে আলোর নাচন।


শ্বাস টেনে তুই বড় হইলিরে-
     ভেবে দেখেছো যাদুর খেলা,
ইহা তো আর ভ্যাল্কি বাজি নয়
    মহা উদ্যামের মিলন মেলা।


বুকের ভিতর আগলে রেখে তোকে-
    মা-বাবা আত্মীয় স্বজনের বাধঁনে,
যৌবনের বৃক্ষে ফুল ফুটিলেই
    খোজ করিলি কত প্রিয়জনের।


পুতুলের ভিতর ছিলনা ব্যাটারী-
     চার্জ ফুরিবার ভয় নেই,
মহাকারিগরের নির্দেশনায় চলিলে
    এ দেহের ক্ষয় নেই,ক্ষয় নেই।


ছায়াবাজি পুতুল রুপে বানিয়ে মানুষ-
যেমনি নাচাও, তেমনি নাচ পুতুলের কি
দোষ,
বিশ্বভুমে সেচ্ছায় চড়ে খেলা করিলি
রূপের নেশায় পুতুল হয়ে কার প্রেমে পড়িলি।


চরমোনাইর মাহফিল ময়দান থেকে
    সময়ঃ ৪.৩৮ রাত্র
নেটের যথেষ্ট সমস্যা