রাত্রে হিসেব নিয়ে ব্যস্ত
      এম এ সালাম
      ০১-০১-১৯


রাত্র হলে চলে যাই ওই-
   কাননের চৌমুহনীতে,
নানা রঙের ফুলকলিতে
  অলি থাকে যে বলিতে।


আজকে রাতে লাল গোলাপ-
    পাপড়ি মেলে আছে,
মন তখনই ছুটে চলে
     ফুলের সুবাস নিতে।


ফুলের কাছে ছুটে গিয়ে-
    দেখি নারে ফুল,
আশা-নিরাশার বিষবাষ্পে
     সবই হল যে ভুল।


ঘুমিয়ে পরলে স্বপ্নেরা সব-
   কাছে করে আনাগোনা,
কত সুন্দরী ঘুরঘর করে
    মন থাকে আনমনা।


স্বপ্নে দেখি কত পাকাবাড়ি-
     সাথে সুন্দরী নারী,
মহানন্দে জোছনার আলোয়
    ফুলকাননে গল্প করি।


সোনা দেখে হস্ত বাড়াই-
    কাছে গেলেই ছাই,
এমনি করে হিসেবে কষে
    রাত্রীকে বলি গুডবাই।