ঋণের পরিণতি
এম,এ,সালাম
    ০৯-১১-২০


হারাম করে দিয়েছেন সুদ
আল্লাহ পবিত্র কোরানে,
হালাল ভেবে করে ব্যবসা
ধর্মের  বিধান নাহি জানে।


আজ আঙুল  ফুলে কলাগাছ
ওই সুদঘুষের ব্যবসায়ীরা,
কত সংসার নিঃশ্ব হয়েছে
ওদের কবলে পরে নিরহীরা।


সাতে নাকি দিয়েছেন এগারো
আরো  দাবী করেন সাত,
আসল টাকা দিয়ে দিলেই
সামনের সব সুদ নাকি মাফ।


সুদের ব্যবসায়  কয়েক বছরে
গড়া যায় স্বপ্নের বাড়ি-গাড়ি,
যার পরিণতিতে আত্মহত্যা
পলাশ পরপাড়ে দিলেন পাড়ি।


ওরা ব্লাংক চেক স্ট্যাম্প রেখেই
ঋণ গ্রহককে রাখেন মাপে,
আসল সুদ দিতে না পারলেই
স্ট্যাম্প চেক দিয়ে তাদের চাপে।


ঋণের বোঝা ভারী হইলেই,
সতত চিন্তায় ভিতর  পড়ে,
মালিকের বকুনি সইতে না পেরে
লজ্জায় আত্মহত্যার  পথ  ধরে।