রহিমের সংসার(রূপক)
     এম এ সালাম
      ০৫-১০-২০


শূন্য হয়ে পড়েছে  রহিম
     হাতে নেই যে টাকা,
পেটের টানে যেত হয়েছে
    রোজগারে ওই ঢাকা।


যার কাছে যায় সে বলে দেয়
   বড় কষ্টের মধ্যে আছি,
আশ্বিন মাসের টানাপোড়াণে
    কোন রকমের বাঁচি।


পকেট শূন্যে কেমনে চলে
    হায়! মন থাকে দূর্বল,
  টাকা যুগিয়ে দেনা শোধে
   রহিম মন করে সবল।


পাশের বাড়ি ধার দেনা করে
    সে এনেছিল কিছু টাকা,
তাই দিয়ে লঞ্চ ভাড়া দিয়ে
     গিয়েছিল ওই ঢাকা।


রিকশা চালিয়ে টাকা কামায়
     বাড়িতে পাঠায় কিছু,
প্রেমের টানে বিউটির মায়
     লেগে যায় তার পিছু।


আবেগের বসে বিউটির মাকে
     দ্বিতীয় বিবাহ করে,
বছর পড়ে ছেলে সন্তান এসে
      ঘর আলোকিত করে।


টানা পোড়াণের দুই সংসার
      মাথায় চেপে নিল,
শূন্য জীবন কষ্টের পড়েও
      শূন্যই রয়ে গেল।