রক্তের আচরণ
         এম এ সালাম
            ২৮-০৯-১৯


বোনের জমি দেখাইয়া ভাই-
      বিক্রির বায়না করে,
এই ভাই-বোন কি জন্ম হয়েছে?
    একই মায়ের উদরে।


ভাই লক্ষ  লক্ষ বায়না নিল-
    ক্রেতাকে বুঝাইয়া,
বোকা ক্রেতা কেমন করে,
   ফাতরা কিনল টাকা  দিয়া।


জমির মালিক কে গো এখন-
  সব কিছু বুঝে নিবেন,
নচেৎ কিন্তু আম ও ছালা একত্রে
   সবকিছু হারাবেন।


বউয়ের বুদ্ধিতে চলে ভাই-
    কুটবুদ্ধি তার ঘটে,
হাচায় মিছায় বউ যাহা বলে
     উহাই সত্য বটে।


কাহার গোলায় কে দেয় গো-
      ধুপ বাঁতির ধোয়া,
নিজের জমি চাষ না করে
      পড়ের জমিতে লাগায় রোয়া।