রক্ত বৈসাম্য
    এম,এ,সালাম
     ৩০-০৩-১৮


রক্ত বিরক্তের খেলা চলছে এ ভবে-
আজ যারা আপন কাল পর যে হবে।
আপন পরের মহাযজ্ঞ শেষ হবে-
নিকটতস্থ আত্মীয় বহুদূর রবে।
অপরিচিতদের নিয়ে পথ চলিবে-
জীবন সায়াহ্নে তারাই পাশে থাকিবে।
আপন যাহারা তারাই পাশে কি রবে?
বহু জল্পনা কল্পনা করে সরে যাবে।


ফেলে আসা দিনগুলি স্মৃতি হবে-
দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছাই হন।
রক্তের আত্মীয়রা অপর হয়ে যাবে-
স্বার্থ নিয়ে সবাই ব্যস্ততায় কাটাবে।
একেক করে সবাই পরপারে যাবে-
আপনের সংগ ত্যাগে একাই রহিবে।