রক্ত নিয়ে ছিনিমিনি
   এম, এ, সালাম
    ০১-০২-২০


হেপাটাইটিস-বি এর ভ্যাকসিন দিতে
  গাঁয়ের বিদ্যালয়ে আসল ডাক্তার,
নাম শুনে আমার এক শুভাকাঙ্কী
  গেলেন রক্ত পরীক্ষা করিতে তার।


পরীক্ষার পর  তাকে বলে দিলেন-
    এইচ বি এইজের জার্ম আছে,
হায়! মরণ ব্যাধির ভয় দেখালেন
     মৃত্যু সন্দেহ নেই তাতে।


মায়ের জার্মের খবর শুনে ছেলে-
   হায়! ভেঙে পড়লেন তাতে,
মায় যদি আজ মরে যায় গো
    আমার জীবন কেল্লা ফতে।


রিপোটে শুনে রোগীর মুখে  -
    দেখা যাচ্ছে বিষন্নতার চাপ,
নামাজ রোজা শুরু করলেন
    ওই বিধাতা করে যদি মাফ।


ল্যাবে গিয়ে রক্ত পরীক্ষা করেন-
    রিপোট দিলেন নেগিটিভ,
রক্ত নিয়ে ছিনিমিনি করছে ওরা
    এটা হল কেমন ক্রিয়েটিভ।


পরীক্ষা করছেন যাহা ভাল কথা-
    মৃত্যুর ভয় দেখালেন কত?
মন মানসিকতায় শরীরটা তার
    চিন্তায় হয়েছে ক্ষত-বিক্ষত।


ওরা পরীক্ষার পর সন্দেহ প্রকাশ-
    করে দেয় রোগীর সাথে,
ভাল ল্যাবে পরীক্ষা করাবেন
     কিন্তু টাকা নিল কেন তাতে।