রঙ লুকানো মানুষ
  এম,এ,সালাম
   ২১-০১-২১
---------------------------
সমাজের আপন রঙ লুকায় যারা
    পারলে তাদের চিনে রেখ,  
সুযোগ সন্ধানী  সুযোগ  পেলেই
    বিষদাঁত ফুটাবে দেখো।
      
সমাজের সব স্তরে মিশে থাকে
      ওদের চেনা বড় দায়,
সবার কুট কথায় কান করে ভারি
      কচাল বাধায় সর্বদাই।


সুযোগ বুঝে সবকিছু খাচ্ছে ওঁরা
      দেশ দশের লুটে  পুটে,
গণ্ডগোল পাকিয়ে রাতারাতি
     ওরা সন্ত্রাসী হয়ে উঠে।


সমাজের জাত শক্র ধরে ওদের
    চলবে হার  হিসাব কষে,
ওদের চিনতে যদি কর রে ভুল
   সবারে দিবে ধুলায় মিশে।


দেশ দশের ক্ষতি  কত হয় যে
     এমন বর্নচোরার জন্য,
স্বার্থে, দেশের ক্ষতি করে ওরা
      পারিতোষিক হয় ধন্য।


এখনও মীর জাফরের বন্ধু ওঁরা
    আছে ন্যাক সুরাতে পাশে,
ওরা খোলামেলা মন দেয় বিলিয়ে
      শক্রকে ভালো বেসে।


দেশের মান সম্মান রাখতে যদি
     মন দিয়ে সবাই চাই,
শক্তহস্তে ওদের দমন করতে হবে
     ভাই তার বিকল্প নাই।