রঙ সুপারিশ
        এম,এ,সালাম
         ২০-০৪-১৮


চোর যদি চুরি করে-
          সুপারিশে পার পেয়ে যায়,
ওই চোরা সুপারিশ পেয়ে
              চুরির প্রসারতা বাড়ায়।


যেই মাদবর সন্ত্রাসীর জন্য-
                   নেতার ধর না ধরে,
তারে সমাজের মাদবর
                     বলি কেমন করে।


যেই নেতার টেলিফোনে-
                      সন্ত্রাস মুক্তি পায়,
সেই নেতা জনগনের
                      বিশ্বস্থতা  হারায়।


মাদক সেবির সুপারিশ যদি-
                       কেহ করে থাকে,
বুঝতে হবে লোকটিও
           মাদকের আসল রস চুষে।


সুপারিশ যদি করে থাকেন-
                      বুঝে শুনে করেন,
যার দ্বারা সমাজের ক্ষতি হয়
                    তাহার পিছু ছাড়েন।