নিজের মত নিজের সুরে কথা বলতে হলে-
  জানতে হবে স্বাধীনতা কাকে বলে?
স্বাধীনতা কাকে বলে জানতে যদি চাও-
মুক্তিযোদ্ধা বীর সেনানীর ইতিহাস খুজে লও।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে-
ছিনিয়ে এনেছে স্বাধীনতা এদেশের জনগনে।
সুখ চেয়েছি,সুখ পেয়েছি,সুখ এলো কোথা হতে-
তিন লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে।
সুখ-সুখ, স্বাধীনতার সুখ মোদের কাছে স্বর্ণ -
অস্ত্র  নিয়ে যুদ্ধ না হলে দেশ হত না বিভক্ত।
সুখ-সুখ,স্বাধীনতার সুখ কোথা হতে এলে-
আসেন আপনা-আপনি নদীর স্রোতের টানে।
দেশ আজ স্বাধীন বিধায় নেইকো মোরা অধীন-
বুঝেনি ওরা, বাঙালীরা দেশ করিবে স্বাধীন।
বাংলার মানুষ, বাংলা ভাষা,বাংলায় কথা বলি-
বঙ্গবন্ধুর মনের আশা গেল একদিন ফলি।
স্বাধীনতার প্রেক্ষাপট ওই ভাষা আন্দোলন-
ছয় দফা এগার দফা স্বাধীনতার পণ
একাত্তরের ছাব্বিশে মার্চ স্বাধীন ঘোষণার জন্য-
যার কারনে বাংলার মানুষ স্বাধীনতায় ধন্য।