সাম্য-মৈত্রির জাতি (১৯০৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২/০৯/২০২২
_____________________
মানুষ নিরিবিলি চিন্তা করে দেখেছো কভু
কেন জাত-পাত ভালোমন্দ পাঠালেন প্রভু?
ধর্ম গোষ্ঠীর বড়াই করে বিভাক্ত হয়েছে দল
মরার ভয় থাকে যদি মনে কেন শক্তকথা বল?
মানুষ রুপে মসজিদ মন্দিরে এক হয়ে দাড়াও
বৈরী আচরণে প্রভুর মন নিজের কাজে ঘুরাও।
তবে কেন রে ধর্মে কর্মে করে যাও এত  মতভেদ
রাজনৈতিক প্রতিহিংসা দ্বিধা দ্বন্দ আর বিভেদ?
কেন মনের কোণে ঢেকে রাখা মনুষ্যত্বকে জাগাও?
সহমর্মিতায় সমাজে দলমতের ভেদাভেদ কমাও।
পারলেতুমি সহমর্মিতার হাত দুটো বাড়িয়ে দাও
অপরিমিত অনাবিল সুখ শান্তি কাছে টেনে নাও।
কঠিন মনোবলে,নষ্ট সমাজের মূলোৎপাটন করো
সমাজে এক হয়ে সাম্য-মৈত্রির ঝান্ডা তুলে ধরো।
তবেই তো ফিরে আসবে জাতির ভাগ্যকাশে সুখ
দ্বিমত পোষণ করলে অচিরেই নামবে কপালে দুখ।