শালীনতাও অপরাধ
     এম এ সালাম
           ২১-০৯-১৯


ভাল মানুষের ঠাঁই হবেনা নব্যযুগের কাছে-
ভদ্রভাবে বললে কথা ভাবে দূর্বল হয়ে গেছে।
সম্মান দেখাতে গেলে ভাবে ভয় পায়-
মাথানতে কথা বললে মাথে উঠে বয়।
বাবা বলে সম্মোধন করলে শালা ভাবে কেন?
শিষ্টাচারের ভাত হবে না এই সমাজে যেন।
কটুক্তি করে যারা, তাদের সবাই ভয় পায়-
সদাচারকে ঘৃনাকরে কেউ দর্প ভরে কয়।
যে হাতা কাছাইতে পারে,তারে সম্মান করে-
কথার উল্টো বলিলে তারে গালে থাপ্পর মারে।
কাহারো প্রতি সম্মান দেখালে, বলে ভয় করে-
কথার ভুল হয় গো যদি তারে দমক মারে।
নেতা বয়সে ছোট, বড়দের নাম ধরেডাকে-
এই কথার জবাব ভাই কে দিবে কাকে।
বিনয় লোকের ভাত নেই গুনে ধরা সমাজ-
লোক সমাজে দেখায় কিন্তু আমি পড়ি নামাজ।