শান্ত  কেন অনিল?
   এম, এ, সালাম
   ২৩-০৫-১৮    
                                
রাগ করেছো অনিল মোদের সনে-
       কষ্ট বেড়েছে গাত্র দাহনে,
শান্তির পরশ বুলিয়ে দিবে না তুমি,
       পরিশ্রন্ত এ দেহ মন মাঝে।


চারি দিকে হাহাকার নির্জিব প্রানী -
      নভশ্চর না থাকার কারনে,
শান্তির ছোঁয়া পাব বলে মনে হয় না
       দখিনা সু-শীতল পবনে।


  দাওনা গো তুমি মারুত পাঠিয়ে-
        একটু দয়ার বশিভুত হয়ে,
  তপ্ত হৃদয় ঠান্ডা করে দাও ,
    দখিনা শীতল সমীরন বিলিয়ে।


বল,বিছানার কোলে যাব কি করে-
      উত্তাপ্ত শরীরে নানা তাপ,
ফ্যানের দম আছে যে খুবই কম,
       মোচড় কর হাত পাখা ঘুরিয়ে।


লোড শিডিং যে কমিয়ে দিয়েছে-
         সৃষ্টি করা কৃতিম সমীরণ,
  কৃতিম বাতাসে ঠান্ডা হয় না যে,
         অশান্ত তপ্ত শরীর মন।