স্বার্থের প্রেম বিরহের
    এম এ সালাম
     ২৯-০১-২০


যাকেই ভালবাসি সে ই স্বার্থের কথা ভাবে-
পৃথিবীর সব জায়গায় কি স্বার্থ জড়িয়ে যপে।
তাই বলে কি ভালবাসা,প্রেমে আছে স্বার্থ
বুঝি না এই ভালবাসা প্রেমের কি যে অর্থ।


স্বার্থবাদী ভালবাসা স্বার্থ না পেলে-
ফাঁকি দিয়ে চলে যাবে জানালা মেলে,
শিশুসুলভ খেলাধুলা প্রেমে হয় না,
অর্থ দিয়ে প্রেমের পাল্লা মাপা যায় না।


কেহর প্রেম-ভালবাসা মনের মিলনে-
আবার কেহর হয় যে লোক দেখালে।
কেহর আবার প্রেম শুধু ক্ষণিকের  জন্য
স্বার্থ আদায় করতে থাকে অভিনয় জন্য।


যদি পার বিনাস্বার্থে ভালবেসে যাও-
যাহা চিরদিন জন্য স্থায়ী হয়ে যাবে,
এই ভালবাসার মধুর মিলনের স্বাদ
আজীবন সুখ সমৃদ্ধি বয়ে আনিবে।