স্বার্থ ছাড়া নেইরে মানুষ-
    ভেবে দেখুন ভাই,
অপরের স্বার্থ দেখার পূর্বে
     নিজেরটা দেখে তাই।


দেশ চালায় স্বার্থের  টানে-
      স্বার্থ ত্যাগে নয়,
যার কারণে সব খানেতে
      স্বার্থ প্রাধন্য পায়।


সবাই বলে আমার আমি-
  কেউ তো কার নয়,
নিজের স্বার্থ রক্ষা করে
   বলে হায়রে   হায়!


স্বার্থের টানে প্রিয়জন কেন?
       কাছে এসে বয়।
স্বার্থ আদায় হইলে পরে
        দূরে সরে যায়।


রাজা তাহার রাজ্য চালায়-
    নিজের স্বার্থের জন্য,
প্রজার দুঃখ দেখে বলে
     রাজা, হলাম কি জন্য।


রাজনৈতিক নেতা স্বার্থ ছাড়া-
     রাজনীতি করে না,
নিজের স্বার্থ রক্ষা ব্যতিত
     কাউকে স্বার্থ ছাড়ে না।


স্বর্ণকারও চুরি করে ভাই-
     মায়ের স্বর্ণ চুরি,
স্বার্থের টানে আসল,নকল
      ক্যারেটে যায় ঘুড়ি।