স্বার্থ নিয়ে ব্যস্ত(১৯৫৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১১-২০২২
=================
যারা পরের জন্য স্বার্থ বিলায়
আমরা তাদের যাই ভুলে,
যারা নিজের স্বার্থে ব্যস্ত থাকে
তারা উঠছে আজ ফুলে।


যাদের মানবতার নাম গন্ধ নেই
তারা উপকার নাহি করে,
যারা বিপদ আপদে কাছে আসে
আজ তারাই দুঃখে মরে।


আজ পরোপকারীকে সবাই ভুলে
সতত ফাঁকি দিয়ে  চলে,
নিজের ঘাড়ে বিপদ প্রবেশিলে
কষ্টে ভাসে চোখের জলে।


মানুষ, গরীব দুঃখী নিঃস্বের জন্য
ভালো  কিছু  করে যাবে,
ইহার জা-জা পাবে বিচার দিবসে
দুনিয়ায় মনে শান্তি পাবে।