ভালবাসার কথা বলে-
   রঙ বিলিয়ে যায়,
কথা নাকি ধোঁকাবাজি
   খুজে নিবে তাই।


মিষ্টি কথা মনের ভাষা-
   ওজন দিয়ে নিও,
তোমার কাছে কিনবে সদয়
    বুঝে তুমি দিও।


সদয় দিতে যদি তুমি-
   সঠিক ভাবে না পার,
ভবিষ্যতে কোন একিদিন
   কর কিংম্ভা মর।


ভালবাসা যদি হয় ছলনাময়ী-
   স্বার্থ আদায়ের তরে,
মিষ্টি মিষ্টি কথা বলে
    মন যে নিবে কেড়ে।


স্বার্থ যেদিন আদায় হবে-
    অবস্থান একটু একটু দূরে,
ভালবাসার পরম বাক্য
   তিক্ত হতে পারে।


ভালবাসা যদি হয়-
   দুধের মাছির মত,
স্বার্থসিদ্ধি হয়ে গেলে
    দূরে চলে যাবে তত।