সাত সালের এই দিনে
   এম,এ সালাম
     ১৫-১১-২১
=============
সিডর নামের বয়াল ঝড়
দক্ষিন বাংলায় তেড়ে,
আসছিলো এই দিনেতে
প্রাণ নিয়েছিলো কেড়ে।


কেড়ে নিল হাজার জীবন
উড়ে নিয়েছিল বাড়িঘর,
ঝড়ের কবলে গাছপালা
উপরে করছিল মরমর।


বাড়ি ঘরের বেড় ডোবায়
মানুষ গরু ভাসছে,
সেই স্মৃতি মনের পর্দায়
অঝোর ধারায় কাঁদছে।


মামিকে আমার কেড়ে নিলো
ঝড়ের পানির তোড়ে,
একদিন খোঁজা খুঁজির পরে
মৃত্যু ফজলে খার ব্যাড়ে।


সেই রাতের স্মৃতি মনে পড়লে
কেঁদে উঠে সবার মন,
সিডর নামক ঘূর্ণিঝড়কে
এই প্রজন্ম করে যে স্মরন।