কাগজ দিয়ে নৌকা বানিয়ে-
    দিতাম জলে ভেসে,
কত ঠাট্টা বিদ্রুপ করিত সবাই
    মা শুধু চেয়ে চেয়ে হাসে।


ইদ্রিসের আছে স্প্রীডবোর্ড-
    আমার নেই যে টাকা,
হাবিব গেছে লঞ্চ আনিতে
   দশ টাকা নিয়ে  ঢাকা।


কানে-কানে মাকে বলি-
    মাগো,দশটি টাকা দিবে,
স্প্রীডবোর্ড কিনে আনিবো
     আমার ও আছে দেখিয়ে দিব।


কত আপসুস করিতাম সেদিন-
     শুধু টাকা না থাকার জন্য,
পাগলের মত ঘুরে ফিরিতাম
দুই টাকার বাঁশের বাঁশির জন্য।


কত কলাগাছের লঞ্চ বানিয়ে-
    ভাসাতাম জ্যৈষ্ঠের বৃষ্টির জলে,
কত আনন্দ আর ফুর্তি করিতাম
     তালপাতার বল খেলে।


প্রতিযোগীতায় ডান্ডা খেলাতাম-
     গাঁয়ের ছেলেরা মিলে,
দারিবাধা আর হাডুডু খেলিতাম
     দাদনা বাড়ীর ওই বিলে।


সেই দিনগুলো আজ শুধু স্মৃতি-
      ওই খানে ফিরিতে মন চায়,
কে আছ আমার একান্ত আপন?
     যাবার বলে দেও উপায়।