সেদিন আর আসিবে না
     এম,এ,সালাম
      ০৮-১১-২১
================
কোথায় ছিলাম কোথায় এলাম?
আবার কি বা হয়ে যাবো?
হায়'রে মানুষ নিরালায় বসে
সতত সেই কথাটা ভাবো।


সেদিন চুলদাড়ি  সব ছিল কালো
শরীরটাও ছিল ভালো,
কালো চুলে পেকে সাদা হয়েছে
নেই যে যৌবনের আলো।


কালো চশমা সোনার চেইন
জামা কাপড়  দামী,
মাথা ভর্তি আচরানো চুল
ডিসকো ছিলাম আমি।


আগের মত পোশাক নেই যে
বৃদ্ধ বয়সে উপনিত,
ভাব জাগে না মনের মাঝে
আছি মৃতের মত।


আগের দিন ফিরে আসবে না
বর্তমান ঘুরপাক খায়,
মরার চিন্তা মনের কোণে
এই আসে আর যায়।