কংক্রিটের ওই মোমবাতিতে-
   তখনও জ্বলেছিল প্রদীপ,
অচেতন ঢেউয়ে, ঢেউয়ের তালে
    করছে সমীরণে কানাকানি।


ফুলিয়ে ফাপিয়ে উড়ে নিয়ে যায়-
     কৌমার্জের লোনা জলে,
একাকী নীরবে উড়ছি শুধু
     সংগে কেহ নেই শুধু একা।


দৃষ্টি দর্শনে ওই সম্মুখ পানে-
    কত নর খাদকের দল?
হিংস্র মনোভাবে গ্রাস করবে
   ক্ষয়িত অবচেতন দেহখানি।


প্রলোভনে পড়ে দমে যায়-
   কায়াখানি হয়ে যায় নরবরে,
শূন্য হৃদটি গহিনের মাঝে
    কাপে শুধু থরে থরে।


কংক্রিটে আচর কাটলে তুমি-
    কালিন্দর ছায়ায় লেপে যায়,
স্ফুলিংগের জ্বলন্ত প্রদীপ
   জন্ম নিল কজ্জলির ছাপে।