স্বেচ্ছাচারিতা স্বাধীনতা নয়-
    পরাধীনতার শামিল,
স্বাধীন দেশে স্বেচ্চাচারিতা
    হয় না যেন তামিল।


খাঁচায় বেধে বলি স্বাধীন-
  কিন্তু হস্তপদে বাঁধা নয়,
তাকেই কি বলিব স্বাধীন?
   এটা স্বেচ্চাচারিতা হয়।


মুখ আছে, বলতে নিষেধ-
    স্বেচ্চায় বলার বাধকতা,
কেমনে বলিব এই কর্মকে
  নাগরিকের স্বাধীনতা।


হাসতে পারবা,বলতে পারবা-
    সত্যকথা বলতে মানা,
এমন স্বাধীনতার কথা বন্ধু
    আগে ছিলনা জানা।


সত্য সমালোচনা করতে যদি-
     বাধ্য বাধকতা থাকে,
কি করে আজ বুঝবো সুধীজন
    দেশে স্বাধীনতা আছে।


উন্নায়ন এখন রোল মডেল-
    তবুও বলি উন্নায়ন নয়,
যারে দেখতে নারি চলন ব্যাকা
     সবাই নিজের গুন গায়।