শেষ ঠিকানায় ডাকছে
     এম এ সালাম
      ১৭-১০-১৯


হায়! বলতে বলতে বয়স গেল-
    কায়ায় ধরেছে জরা,
কখন যেন মালাকুল মউয়াত
     দড়জায় নাড়াবে কড়া।


রক্তের আত্মীয় পাশে বসিয়া-
     কোরান পড়িবে কত?
মুখে নাহি আসিবে কলেমা
     চেষ্টা করিয়া ও শত।


জীবনে পড়েনি নামাজ রোজা-
      নাম লইনি কখনো প্রভুর,
গরিবের দান যাকাত ফিতরা
      ভবে দান করে নি কভু।


হালাল হারাম বাছি না কভু-
     মত্তে,সুদ ঘুষ আর কত?
ক্ষমতার জোরে ডরেনি কারে
     অনিয়ম করেছি যত।


শৈশবে কত না বলে খেয়েছি?
     অন্যের গাছের পাকা আম,
বার্ধক্য  হয়ে ভুলে গিয়েছি সব
      দেই নি সেই আমেরই দাম।


যৌবন শেষে এখন বৃদ্ধ হয়েছি-
     কাটেনা অন্য নারীর মোহ,
মনের সাথে চলে সদা সর্বদা
     চলে কু-রিপুর সাথে দ্রোহ।


আরও কত কথা মনে ভাসে-
     শেষ বেলাতে আসি,
দূর্বল দেহ আজ অনুশোচনায়
     অশ্রুর সলিলে ভাসি।


মহা দয়াময় হে বারে খোদা-
    ক্ষমা কর মোর অপরাধ,
প্রিয় নবী নিজ গুনে মোরে
   পরপাড়ে করিবে শাফায়াত।


উচ্চস্বরে কাঁদিতে লাগিলাম-
    ভেঙ্গে গেল মোর নিদ,
গায়ের বসন চুপিয়েছে ঘর্মে
    যদিও তখনো ছিল শীত।