শ্বেতাঙ্গ চোঁচার যাদু
     এম এ সালাম
        ২৫-১২-১৯


রূপে গুনের মূল্য বেশী-
  কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের অন্তরে,
যে যার কাছে মনোপুত
   ভাল লাগেনা যারে তারে।


সফেদ চোঁচা দর্শিলে তুমি-
   নয়ন ফিরেনা আর দিকে,
কি যাদু যে দিয়েছে গুনি
    কাম-লালসা তার দিকে।


শৌক্লা নারীর অন্তর কিরূপ?
   ভাবিয়া দেখার সময় নেই,
রক্তে মাংসের গড়ন তাহার
    মনোকার্ষন ধাবিত তাই।


দূর্বল সবলের মনের কোণে-
    দেখিলে সিতিমা নারী,
একপলক না দর্শিতে পারিলে
    বুঝ অবুঝ মন দেয় আড়ি।


রজতশূভ্র স্কিনের ভিতরে-
    যদিও লাল রক্তের গড়ণ,
অনায়াসেই সে আবেদনময়
    পাথরসম মন কেড়ে নেয়।