সেই ফেলে আসা দিনগুলো
      এম,এ,সালাম
        ২৩-১০-২০


মেমোরিতে ধরে রেখেছি
   শৈশবের কিছু গল্প,
স্মৃতিগুলো আজও কেন?
    নাড়ায়  অল্প অল্প।


নারিকেলের পাতা দিয়ে
   বল বানিয়েছি কত?
সেই স্মৃতিগুলো মনে পড়ে
   মন করে ক্ষত বিক্ষত।
    
কলা গাছের ভেলা বানিয়ে
   চড়িতাম ক'জন তাতে,
মনানন্দে বাইতাম  বৈঠা
   স্রোতে, নিতে পারে না যাতে।


বল বানাতাম কচুরিপানায়
    খেলিতাম বন্ধুরা মিলে,
আম ডৌয়ার বল বানিয়ে
      খেলিতাম বিলে বিলে।


নারিকেলের মালই দিয়ে
    মাইক বানাতাম কত?
প্রচার করিতাম নির্বাচনের,
  ঘরের দ্বারে দ্বারে শত।


মোর্চার খোলের নৌকা বানিয়ে
     পুতুল বসাতাম মাঝে,
সেই স্মৃতি গুলো এখনো যেন
      মনের কোণে বাজে।


পুতুল দিয়ে বউ বানাইয়া
  বিয়ে দিতাম পুতুলের সাথে,
ইঁদুরের  মাটির ভাত রাধিয়া
    দিতাম মেহমানের পাতে।


কলার খোলের নৌকা দেখে
     ভেসে উঠে স্মৃতি গুলি
মনের ভাব প্রকাশ করিলাম
     কবিতার ভাষায় খুলি।