সেই শৈশব কি করে ভুলি
      এম এ সালাম
        ০৬-০১-২০


খুব সকালে ঘুম হতে উঠিয়া-
    যাইতাম মানসের বাড়ি,
চুপি চুপি করে উঠিতাম গিয়া
    পাকা মৃষ্টি বড়ই পারি।


সাহস দিতো ওই বাড়ির হাবিব-
   আমি আছি তোর পাছে,
পাকা কুল পারিয়া আনিতাম
    পাকা যত  আছে ওই গাছে।


বড় আপু আমার খাবার লাগিয়া-
    কত্ত ভয় দেখাইতো মোরে,
আমায় কয়টা না দিলে কুল
    ধরাইয়া দিব তোদেরে।


তালপানির লাগিয়া বন্ধুরা মিলে-
    খাইতে যাইতাম রাত্রীকালে,
বাড়ির মালিক টের পাইয়া একদিন
     মোদেরে লড়াইয়া ফালায় খালে।


ডান্ডা খেলিতাম সকাল বেলা-
    বিকাল বেলা লাটাই-ঘুড়ি,
মায়ের বকুনি খাইতাম কত?
    অপরের ডাব করে চুরি।


সন্ধার আগে আড্ডা দিতাম-
    বান্ধবীর বাড়ির সামনে,
কেহ কিছু জিজ্ঞেস করলে
   বলতাম যাইব একটু সামনে।


ক্লাসে যাইয়া কাঠাল খাইতাম-
    ওই আকন বাড়ির বাগে,
কেহ কিছু নালিশ করলেই
     স্যারেরা যাইতো সব রেগে।


ছুটির দিনে মাছ ধরিতাম-
    পাশের বাডির ব্যারে,
বাড়ির মানুষ সব টের পাইয়া
    সব নিয়ে যাইতো কেড়ে।