স্ফুলিঙ্গের ঝাঁঝালো শক্তি
          এম এ সালাম
           ২১-১২-১৯


একটা আগুনের কুণ্ডলী আমায় ছুঁয়ে যায়-
ভাবলাম ওটা জ্বালানো ঠিক নয়,
যেনো আলোকিত ও করে কিছুটা।
সু-পশমি ঝালোরটা, মৃদু বাতাসে উড়ে-
নিয়ে যায় সুদূর কোন মায়ালোকে,
তিলে তিলে করে স্বপ্ন বুনবে হয়তঃ।
যেখানে অলিগলি রাস্তা, পথঘাট মায়াবি-
হারিয়ে যাওয়ার বিরাট আয়োজন চলছে,
পা পিছলে যাওয়ার ভয় ও  নিরস্ত্র করতে পারেনা
যেন এমনি সে এক মায়ার খেলা।
নিজেকে খুঁজে পেতে কাটতে হয় সেই মায়াজাল-
সম্ভব, অসম্ভবের সে এক মারাত্মক দোলাচল,
নেশার ঘোরে মায়াবি জগৎ রচনা করবে।
কবু ঘুঘু ডাকা প্রখর দুপুর রোদে-
মনে করিয়ে দেয় অনেক তো হলো,
ফিরে চল মন আপন মাজারের শেষ প্রান্তে।
আপনারে ডাকে আপন পিছুটানের নাটাই-
হাতে ধরা সুতায় জয় কি হয় কঠিনের?
নাকি হয় অবাস্তব আগুনের ফুলকির?
জ্বালিয়ে পুড়িয়ে ভষ্মিত করে
সকল অদৃশ্য সুতোর শক্ত জাল।