সাধ
এম এ সালাম
২০-০৭-১৯


সাধ ছিল অসমাপ্ত কাজ-
সমাপ্ত করব আজ,
হঠাৎ আমার মাথে পড়ল
কঠিন একটি বাজ।


সাধগুলো কি মনেই রইল-
আয়নার মত লেপে,
উত্তর হতে মহামারি এসে
আমায় ধরল ঝেপে।


আমি তো চলে যাব-
আমার সাধের হবে কি?
রঙ তামাশা এই ধরাতে
আমি করলাম কি?


সাধগুলি যে চাপা পরবে-
হাসি-কান্না মাঝে,
একদিন বলবে লোকটি ছিল
হায়! ভাল না হয় বাজে।


অপূরণীয় সাধগুলি-
পারলে পূরণ করে দিও,
সাধন ভজন হয়ে যাবে
আমার মনের সেই ভিউ।