অনেকে বলে স্বাধীন হয়েছে-
    শুধুই নামে বাংলাদেশ,
অধীন রয়েছে বাংলার মানুষ
   নেই স্বাধীন স্ববিশেষ।


সত্য কথা বলতে পারে না-
    মিথ্যা মামলার ডরে,
মিথ্যার কাছে সত্য আজি
    গিয়েছে সম্পূর্ণ হেরে।


মুখ খুলিলেই আটকে পড়ে-
      সত্যের তালাচাবি,
ক্ষমতার কাছে হার মেনেছে
      স্বাধীন চর্চা সবই।


স্বাধীন স্বাধীন মুখেই বলি-
    আসলে নেই স্বাধীন,
স্বাধীন মত প্রকাশে নেই
    দেশের মানুষ স্বাধীন।


জন অধিকারে স্বাধীন নেই-
    নিরাপত্তায় নেই স্বাধীন,
স্বাধীন দেশ এরে বলে কি?
   যেখানে মুখ রয়েছে অধীন।