শরতের রঙ লেগেছে(১৮৭৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৮-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আকাশে সাদা মেঘের ভেলা উড়ে  উড়ে খায় বোল
কোলায় বিলে পদ্ম শালুক ফুটে,কাশেরা খায় দোল।
গোলাপ শিউলির মধুর ঘ্রাণে চারিদিক হয় সুরভিত
টগর,মালতির রুপের নেশায় মৌমাছি আমোদিত।
নদীনালা,খাল বিল জলে থৈথৈ হাসেরা চলে ভাসে
দিনের সূর্যের সোনালী আভায় প্রকৃতি যেন হাসে।
মাঠের পড়ে পাকা ধানের শীষ  নাচে সবুজের হয়ে
বসুমতী,নানা জাতের ফুলে ফুলে রঙিন হয়ে উঠে।
শরৎ ঋতু ধরার বুকে নিয়ে আসে কত খুশীর আল্পনা
বাতাসে দোলে কাশের ফুল আগমনের সুরে আনমনা।
বাতাসে ভাসে হিমের ছোঁয়া কাঁপে নানান ফুলের বন
খুব সকালে ঘাসের শিশির বিন্দু  পায় লেগে খুশী মন।
শরৎ হলো পূজার ঋতু জীবনে বয়ে আনে কত ছন্দ
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবার মনে জাগে কত আনন্দ।
শরৎ কাল সবার প্রিয় ভোররাতে হাওয়া সবার আপন
দুর্গাপূজার আমদ ফুর্তিতে পুঁজারি করে সুখের জ্ঞাপন।
কৃষান কৃষাণীর হৃদয়ে  আনন্দ শরতে পাবে প্রচুর ধান
ভাদ্রা ঢালায় কম  জলে মাছ ধরিতে দিবে জালে টান।