শ্বশুর বাড়ীর আম
       এম এ সালাম
        ০৯-০৭-১৯


শ্বশুর বাড়ী বেড়াতে গেলাম-
     জ্যৈষ্ঠ মাসের শেষে,
আমি ছিলাম বধুর সাথে
     মেহমানের বেশে।


যাবার সাথে শালা বউ-
    নাস্তা দিল আম,
শ্বাশুরী বলে এ বছর
   বাবা,আমের বড় দাম।


আমের গায় হাত দেয়া গেলেও-
     কাঁঠালের গায় জ্বর,
দুপুরের ভাত খাওয়ার জন্য
     দেশী মুরগী ধর।


কাল সকালে বাজারে গিয়ে-
     কাঁঠাল আনবি কিনে,
আম কাঁঠাল খাইবে কেমনে
    শোনছো, গরুর দুধ বিনে।


বড় চেয়ে কাঁঠাল আনবি-
     টাহা যাহা লাগে,
মাথায় করে কাঁঠাল আনবি
    আম আনবি ব্যাগে।


পোলাউ খেলাম চিলিগুড়ার-
     দিয়া বেগুন ভাজি,
গল্লা খেলাম গণ্ডা পাঁচেক
     আম খেলাম দুই কেজি।


খাওয়া দেইক্কা বেদিক হইছে-
     বাড়ীর যত লোক,
কম খাওয়ার অভ্যাশ থাকলেও
     বেশী খাইলে হয় ভোগ।