শেষ পরিণতি
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
মানুষ একদিন তোমার
কমবে আলো অক্ষিদ্বয়ের,দৃষ্টি হবে ক্ষীন,
সুঠাম দেহের সকল শক্তি
একদিন হবে লীন!


বিলাসীতায় গা ভাসিয়ে
দিনের মাঝে দিন হারাবে,ঘুমের মাঝে ঘুম,
জীবন যখন হারিয়ে যাবে
নিশ্চুপ নিঝঝুম!


মৃত্যুকে স্বীকার করে
সৃষ্টি  মাঝে দু'দিন আছি,এই যদি হয় কথা,
এত্তো কোশেশ এতো আয়োজন
সবই কি তবে বৃথা!


যদি মানুষ বোঝেন
সময় যদি সংকুচিত,এমন ভাবনা কেন তবে,
বিদায় বেলার গচ্ছিত মাল
বিদায় বেলা  সঙ্গী হবে!


তুমি যে একা যাবে
বাড়ি-গাড়ি আর সুন্দর নারী,সব রইবে পড়ে,
মোদের সব কর্মফলের হিসাবে
পাশ-ফেল ওই ওপারে!