সখ(ফুলের বাগান)
     এম এ সালাম
                 ২৮-০৪-১৯


ফুল যে শুধু সৌন্দর্যের প্রতীক-
      গন্ধ, শোভা তার সাথী,
যেখানেই ফুল সেখানেই শোভা,
      গন্ধ বিলায় দিবা -রাতি।


ফুলের গন্ধে সবাই পাগল -
       শিশু,আবাল,বৃদ্ধ-বনিতা,
প্রেমিকার দেওয়া ফুলের গন্ধে,
      পাগল হয় তার প্রেমিকা।


যে ফুলেরই গন্ধ নেই সেই ফুল-
        ছিঁড়ে হাতের মধ্যে লয়,
এই ফুলে শুধু সৌন্দর্য বিলায়,
       প্রিয়তমার চুলের খোপায়।


গন্ধের রাজা নাকি হাসনেহেনা-
      বাতাসে গন্ধ ছড়িয়ে যায়,
গোলাপের গন্ধে পাগল পাড়া,
      করে প্রেমিকার মন জয়।


গন্ধরাজ,বেলী,গাঁদা ফুলের গন্ধ-
       আলত ভাবে বিলিয়ে দেয়,
এই ফুলের গন্ধ বাতাসে ভেসে
      সবাই শুকে শুকে যে নেয়।


কত ফুল আছে গন্ধ বিলায় না-
       শোভাই তার আসল যাদু,
সৌন্দর্যের কারনেই তার কদর,
       খোপায় আসন পায় শুধু।


ভালবেসে সবাই ফুল হাতে নেয়-
       মাঝে মাঝে নাকে শুকে,
ফুল না পেয়ে অনেকে আবার,
       কাঁদে না পাওয়ার দুঃখে।