সমসাময়িক বাস্তবতা
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২১-০৪-২২
🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋
রহমতের এই রমজান মাসে করিম ভাইর ভয়
বাজার করে বাড়ি ফিরলে বউরে ভাইয়ে কয়,
বাজারে লাগছে আগুন,
ছোলা বুটের দাম দ্বিগুন,
আলুচপ সাথে বেগুন,
অগ্নিমূর্তি ভাবীরে দেখে ভাইর মাথায় বাজ।


ঈদের বাজার নতুন পোশাক সব রয়েছে বাকি
বউরে ভাইরে মিথ্যা বলে দেয় প্রতিদিন ফাঁকি।
পকেট ভাইয়ের ফাঁকা,
কোথায় পাবে টাকা,
যাইতে হইবে ঢাকা,
আয়ের চেয়ে ব্যয় বেড়েছে নেই'ত হাতে কাজ।


মজুতদারি মজুত করে, করছে বাড়ি গাড়ি
দুঃখে কাতর করিম ভাই শূন্য যে তার হাড়ি,
সে ছাড়ে দীর্ঘশ্বাস
কপালে তার ভাজ
ভাবী লজ্জায় ভাজ,
ঈদের দিনে মজুতদারিরা পরবে মাথায় তাজ।


হয়তোএই সমাজে করিম ভাইর আছে বাড়ি গাড়ি
সরকার প্রধান ঘাপটি মেরে চালায় সাধের তরী,
গরিব কাঁদে রোজ
নেয়'না কেহ খোঁজ
কেমনে করবে ভোজ,
নেতা এম,পি মন্ত্রী পকেট কেটে হচ্ছে মহারাজ।