ছন্নছাড়া জীবন
🖊এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
        ২৩-০৪-২২
📌📌📌📌📌📌📌📌📌📌📌
ছন্নছাড়া ছেড়েছে পাড়া
ছেলের ঘরে মন নাই,
যেথায় সেথায় ঘুরে বেড়ায়
জীবন দুষ্টমিতে ছাই ।


বেশ কিছুদিন মর্মে মরে
সীমান্তে বুঝল তবে,
আসল মর্ম কাজেই ধর্ম
কর্মে সফল সবে।


বিবাগী মন ঘরে বসে না
সুদূরে চলে ধেয়ে,
চারি রঙের মন করিস কিরে
চলিস খালি গেয়ে।


মাঝি গানের কলি রাখো তুলি
মনের বৈঠা ধরো,
সাধের  নাও আনন্দে  বাও
সবারে পার করো।


জীবন-নদে ঘোড় বিপদে
হালটি ধরো জোরে,
ফুটুক ফুল ছাপিয়ে দু-কূল
জীবন ভরো সুরে |