শরতের শেষ বার্তা(১৯২৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-১০-২০২২
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
বর্ষা গেছে কোণ সে দূরে
শরৎ যাবার পালা,
কাশফুল ফুটছে নদীর ধারে
দেখতে কত ভালা।


নীল আকাশে মেঘের ভেলা
গাঁয়ের পথে কাদাজল,
শাপলা শালুক তুলতে গেছে
ওই খোকা খুকির দল।


শুকিয়ে গেছে বিলের পানি
একহাঁটু জল মাঝে,
বিবাগী মন যে ঘরে বসে না
কৃষান কৃষাণী কাজে।


সুখের পরশ চোখের কোণে
আমন ক্ষেতের চালি,
কৃষকের মুখে হাসির ঝিলিক
পুর্নিমার চাঁদ একফালি।


লালিমা তলিয়ে মিটিমিটি জ্বলে
ওই সন্ধাকাশের তাঁরা,
শীতল সমীরণে বুলায় পরশ
কুলের ফুলের সাড়া।


শিউলির ফুলে শিহরিত প্রাণ
ভাঙ্গে রাতের ঘুম,
শেষ রাতে ওই ঘাসের ডগায়
শিশির পড়ার ধুম।