স্বস্তির নিঃশ্বাস
এম এ সালাম
০৩-০৭-১৯
স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আজি-
বাংলার সকল জনগনে,
বাহ! খুনের বিচার হইছে আজি
দেখুন বরগুনার জনগনে ।
আজ খুনের বদলে খুন হইছে-
খুনের ছয় দিনের মাথায়,
বাকী অপরাধীর বিচার হইবে
লুকিয়ে থাকুক না যেথায়।
সরকার আজি কঠোর হইছে-
নারকীয়তার বিচার করার জন্য,
মদদ দাতার মুখোশ খুললে
সাধারনে হইতো খুবই ধন্য।
আজ বরগুনার আকাশ বাতাস -
করছে কি জানি কানাকানি,
খুন করিয়া এরাতে পারে না
সরকার সোচ্চার হচ্ছে জানি।
রিফাতের আত্মা শান্তি পেয়েছে-
নয়নের মরার কথা শুনে,
কোন অপরাধী ছাড় পাবে না
প্রসাশন ধরবে গুনে গুনে।
বরগুনা বাসীর মনের কষ্ট-
কেন যেন মনেই রয়ে যায়,
সব অপরাধীর মুখোশ খুলতে
সবাইর মনে ইচ্ছে লয়।