শত্রু কখনো মিত্র হয়না
    এম এ সালাম
     ১২-০৮-১৯


বাবায় বলেছে শত্রু আমার-
     শত্রুই রয়ে গেল,
প্রজন্মের পর প্রজন্মদের
     ছোবল মেরে খেল।


গুরুজন বলেছে শত্রু কখনো-
      মিত্র হতে পারে না,
সুযোগ পাইলে সেই শত্রুই
      কাউকে ছাড়ে না।


বাবার কথা গুরুর বচন-
    সব মিলে গেল ধরায়,
সুযোগ পেয়েই মাথে উঠে
      স্বার্থ নিয়ে হাত বাড়ায়।


ওরা মিষ্টি বাক্যে কাছে বসে-
    মন নিয়ে যায় কেড়ে,
ফাক-ফোকর পায় যদি গো
    সব নিয়ে যায় কেড়ে।


আপন ভেবে মন দিলাম-
    ফাঁকে প্রান করে সংহার,
রক্তে রক্তে গোল পাকিয়ে
     চলে যে যার মত যার।


মৃত্যু বাবার কথা আজ -
     হুবাহু  মিলে গেল,
সুযোগ পেয়ে শত্রুরা আমার
     সম্মান কেড়ে নিল।