সৌখিনতা টাকায় বিকায়-
      মনে  বিকায় না,
ধন দিয়ে মন কিনা যায় না
    মন বাজারে বিকায় না।


কেহ সখ করে কুকুর কিনে-
     গরিব দুঃখীর খবর নেয় না,
টাকা থাকিলেই দান করে না
      মন দুঃস্থদের দিতে চায় না।


সখ করে কেহ বাড়ী করে-
    কেহ করে আবার গাড়ী,
কেহ আবার ঘরে স্ত্রী থাকিলে ও  
বিয়ে করে আনে সুন্দর নারী।


কেহ সখ করে গহনা গড়ে-
      মন যে ভাবে চায়,
কেহ আবার স্বর্ন দিয়ে ভাই
      হাতের নখ বানায়।


কেহ আবার সুখের লাগিয়ে-
     ঢাকায় করে ফ্লাট বাড়ী,
আমি অধম সৌখিনতা জানি না
  তুমি দেখাইয়া দেও তাড়াতাড়ি।



কাব্য রচনাঃ- ০৯-০৬-১৮
              রাতঃ ১১.০০
               মনসাতলী  নিজ গৃহে
              উদ্দ্যেশ্যঃ- ফেইস বুকে স্বর্নের       নখ দেখে