শুধু লোক লজ্জার ভয়ে
এম,এ,সালাম
১৫-০১-২১
--------------------------------
তোমাকে কিছু বলবো, মনে ইচ্ছে লয়
ভয় পাই আবার,যদি কেহ কিছু কয়,
তোমাকে নিয়ে কত্ত যে ছবি আঁকি?
দেখাতে পারি না লোক লজ্জার ভয়।
অজানা পথে নির্জনে একা শুধু হাটছি
শুধু তোমায় এক নজর দেখবো বলে,
স্বাক্ষাত হলে কি ভাবে বলব যে কথা?
আবার ভয় পাই যদি কেহ কিছু বলে।
মেঘের ভেলায় একা একা ছুটে চলছি
কালো পেঁজা মেঘ বালিকার কাছে,
তোমার খবর নিব,নজরদারিতে রাখব
নিতে পারি না লোকে বলে কিছু পাছে।
আমার মনের মাঝে ঢেউ খেলে যায়
শুধু তোমার মন করিতে চাই জয়,
আবার হৃদয়ের মাঝে প্রশ্ন জাগে?
কখনো লোকে কেহ কিছু বলে কয়।
আমার এই ভগ্ন দেহটা মিশাতে চাই
তোমার সুন্দরী নগ্ন দেহটার সাথে,
একটু খানি শান্তি ছোঁয়া পাইবো বলে
পারি না প্রতিক্রিয়া থাকে লোকের মাথে।
বড় আশা করে যাহা বলিতে চাই
হায়'রে বল, কি করে তোমায় বলি?
বড় সাহসের বড়াই করিতে আসিয়া
শুধু লোক লজ্জার ভয়ে এড়িয়ে চলি।