সুখ খেলার পুতুল নয়(১৮৭৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৮-২০২২
_________________________
🔆আমার অনেক ইচ্ছে ছিল
     টাকায় কিনবো সুখ,
     সুখ কিনতে গিয়ে আমি
     পাই যে অনেক দুঃখ।
🔆এই পৃথিবীর মানুষগুলো
      সুখ পেতে যে চায়,
      সুখের আশায় বহুদেশে
      সুখ কিনতে যায়।
🔆সুখ নয় যে বাজার পন্য
      চাইলে ব্যগ ভরে,
     টাকা দিয়ে যা ইচ্ছে তাই
     কিনে আনবো ঘরে।
🔆হাতের মোয়া নয় যে সুখ
     যা ইচ্ছে তা খাবো,
     প্রভুর বিধান লংঘন করে
      কেমনে সুখ পাবো?