সুখ ও আড়ানী
      এম,এ,সালাম
        ১০-০৯-২০


ছুঁইও নারে সুখ পাখি
      একটু দূরে থেকো,
দূর থেকে পারলে তুমি
    আর নয়নে দেখ।


সুখের জন্য পাগল না
   পাগল আমার নাতি,
পারলে তুমি বর্ষার সময়
     নিয়ে আইসো ছাতি।


নাতি আমার কাঁদতে আছে
      ছত্রকের লাগিয়া,
আলত করে বলছি নানু,
      সুখ গেছে ভাগিয়া।


ওই যে দেখ সুখ আসতেছে
      মুখে রুমাল চেপে
লজ্জা পাইবে তাই বুঝিয়া,
      আমি গেলাম ভেগে।


ছেলে বলছে বাবা আমার
    দেখো লেখাপড়া শেষ,
ক'দিন পড়ে চাকরী পাব
    সুখ করিব বেশ।


ছুঁইও নারে সুখ পাখি
    বয়স আমার শেষ,
কখন যেন যোমে ধরে
    কেড়ে নিবে সবিশেষ।


(আড়ানী অর্থ- ছাতি/ চত্রক)