সুখ পাখী তুই উড়ে গেলি-
     দিনের আলো পেয়ে,
সাজানো গোছালো স্বপ্ন গূলো
    এল মেলো হয়ে গেল।


আকাশে তাকাই  পাওয়ার আশায়-
    যদি খুজে নাহি পাই,
সব হারিয়ে ফসকে গেল
     কষ্ট এসে ভীর জমায়।


আমি একা হয়ে দাঁড়িয়ে আছে-
     নীরবে বুকফাটা কান্নার মত,
শত চেষ্টা করে খুজেও,
    সুখের নাগাল পাবে নাকো।


দীর্ঘদিনের লালিত সুখ-
   এক নিমিশে শেষ হয়ে গেলো,
হায় হায় করিয়া যায়  যায় দিন
   চোঁখের কোনে অশ্রু ভরে গেল।


দিনের আলো ফুড়িয়ে যখন-
    আবার রাতের আধাঁর নামে,
সুখের আশা ভুলিন্ঠিত হয়ে
     গুমরে গুমরে কাঁদে।


রজনী ফুরিয়ে গেলে-
    পূর্বাকাশে রবির আলো উঠে,
মিষ্টি রোদের শুভ দৃষ্টি
       পড়ছে নীল আকাশের নীচে।