সুখ পাখিটার খোঁজে
         এম, এ, সালাম          
                ০৯-০২-২০
        
সুখ পাখী তুই কোথায় গেলি?
      ডানা মেলে উড়ে,
হায়! গহীন বলে একা ফেলে
       যাইস না অনেক দূরে।


কোন পথে তোর ঠিকানাটা-
       যাবি একটু বলে,
বিপদকালে উপয় না পেলে
     তোর কাছে যাব চলে।


সুযোগ পেয়ে পাখা মেলে-
      দিলি  শুধুই ঝাঁপটা,
কাছে কাছে থাকলেরে তুই
      খাওয়াবো পাঠিসাপ্টা।


বিপদ কালে তোর লাগিয়া -
     পাগল পাড়া হবো,
জীবনকে আজ ভালোর জন্য
      সুখ কার কাছে ধার চাব।


দেশ বিদেশে ঘুরে বেড়াই-
     তোকে পাবার আশে,
সুখ বিনা দোষে দোষী করে
      যাইসনা পরবাসে।


খুঁজি যদি পেতাম তোকে-
     রাখতাম সোনার খাচায়,
আদর সোহাগ করতাম কত,
     সুখ-মনের মত যাচাও।


যুগ যুগ ধরে হন্যে হয়ে-
               খুজি শুধু তোমায়,
মায়ায় পড়ে প্রেমের ছলে,
       একটু ধরা দেনা আমায়।


তুই যে এত মায়া রাক্ষসী-
       পাথর হৃদয় হয়ে,
মাথার উপর দিয়ে উড়ে গেলি
      কষ্টে আমায় রেখে।


দৃষ্টি মেলে নয়ন  বদনে-
     একটু নজর দিতে ,
মায়ার জালে আটকে যেতে,
      পাথর হৃদয় গলে।


সব সাধনা বিফলে যাবে-
    পন্ডশ্রম করে করে,
সুখ যদি আর ধরা না দেয়,
     তোকে নিব কেড়ে।


যতদিন আছি খুজেই যাব-
       আশা হত হব না,
তারপরও কি একটুর জন্য,
        আমায় ধরা দিবে না।


যদি কোন দিন পাই তোমারে-
   সাজাবো লালসালু কাপড়ে,
আটকে রাখব যতন করে,
      সুখ মনের মত করে।


সুখ তোকে খুজতে খুজতে-
    আমার আয়ু ফুঁড়িয়ে গেল,
সারা জীবনের সাধনা টুকু,
    হায়! পন্ডশ্রমে পরিনত হল।


সাদা কাপড়ের প্যাকেট হলাম-
        শুধু সুখের নেশায়,
নকল দেশে সুখ পেলাম না
     পরপারের সুখের আশায়।